শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে প্রতারণার দায়ে এপেক্স সু গ্যালারীকে জরিমানা

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতারণার দায়ে এপেক্স সু গ্যালারীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে৷

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানাযায় ১১ মার্চ  তারিখে লেমন গার্ডেন রিসোর্ট এর অপারেশন ম্যানেজার লোকমান হোসেন অপু ৩৯৯০ টাকা দিয়ে এপেক্স সু গ্যালারী শ্রীমঙ্গল শাখা থেকে এক জোড়া সু কিনেন। কেনার ৩ দিন পর জুতার কিছু যায়গায় সোল ওঠে যায় এমন অভিযোগ এনে এপেক্স সু গ্যালারীর ম্যানেজারকে জানান এবং নতুন জুতা চান।

কোম্পানির নিয়ম অনুযায়ী জুতার সামান্য ক্ষতি হলে পরিবর্তন হয় না মেরামত করে দেওয়া হয় জানিয়ে ম্যানেজার ক্রেতাকে জুতা জোড়া তাদের গ্যালারীতে রেখে যেতে বলেন। ক্রেতা এত দাম দিয়ে জুতা কিনে মেরামত চাননা, নতুন জুতা চান এবং তার সাথে এপেক্স সু কোম্পানি প্রতারণা করেছে এমন অভিযোগ এনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ে দুই পক্ষের উপস্থিতিতে তথ্য প্রমাণ সাপেক্ষে এপেক্স সু গ্যালারীকে দোষি সাব্যস্ত করে ২০হাজার টাকা জরিমানার আদেশ দেন এবং অভিযোগকারী লোকমান হোসেন অপুকে নতুন এক জোড়া জুতা দিতে নির্দেশনা দেওয়া হয়।

উক্ত সু গ্যালারীর ম্যানেজার মো: ইমরান সরকার জরিমানার ২০ হাজার টাকা পরিশোধ করেন এবং ক্রেতাকে নতুন জুতা প্রদান করে। নিয়ম অনুযায়ী অভিযোগকারী জরিমানার ২৫ শতাংশ  ৫,০০০ (পাঁচ হাজার) টাকা প্রদান করা হয় ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com