বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা দলে সুযোগ পেয়েছে এস এস ফুটবল একাডেমীর ৫ খেলোয়াড় ঢাবি থেকে হবিগঞ্জের শিক্ষার্থীর লাশ উদ্ধার আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছে হবিগঞ্জের নাহিদ বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’ এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় মামলা, দুই আসামি কারাগারে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন

নবীগঞ্জে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে মাঠে পুলিশ প্রশাসন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বৃদ্ধি করে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে নবীগঞ্জের বিভিন্ন বাজারে বাজারে গিয়ে সচেতনামূলক মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে পুলিশ প্রশাসন।

মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জের দিনারপুর এলাকায় জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা করে।

এ সময় মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য আহবান জানান এএসপি।

মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজার, বড়চর বাজার, পানিউমদা বানার, দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার, সদরঘাট নতুন বাজার, গোপলার বাজারসহ বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

এসময় করোনা ভাইরাস আতঙ্কে জনসমাগম এড়ানোর অংশ হিসেবে পুলিশ বাজারে আসা লোকজনকে মাস্ক না পরে বের হলে শাস্তি দেয়া হবে বলে হুশিয়ারী দেন।

মাইকিং করে এএসপি পারভেজ আলম চৌধুরী জনগনকে জরুরি প্রয়োজন ছাড়া নিজ ঘরে অবস্থান করার আহবান জানান।

অভিযান চলাকালে মাস্ক না থাকায় অনেক বৃদ্ধ ব্যক্তিকে মাস্ক পরিয়ে দেন এএসপি।

পরে বাজার মনিটরিং করার সময় তিনি মূল্য তালিকা বোর্ড যাচাই বাচাই করেন।

যাদের দোকানে মূল্য তালিকা নেই তাদের দ্রুত মূল্য তালিকা তৈরি করে বেঁধে রাখার তাগিদ দেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আজিজুর রহমান, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম, এস আই মাজহারুল ইসলাম, এএস আই আরাফাত ইসলাম, এএসআই সোহেল দেব প্রমূখ।

এ সময় সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী ব্যবসায়ীদের বলেন- অহেতুক নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম বাড়াবেন না, দোকানে দোকানে মূল্য তালিকা বেঁধে রাখবেন। কোন দোকানে একাধীক ক্রেতা প্রবেশ করতে পারবে না। মাস্ক না পরে যদি কেউ বাহিরে আসে তাদেরকে শাস্তি দেয়া হবে।

হোম কোয়ারেন্টাইন না মেনে যদি কেউ বাহিরে চলাফেরা করেন তাৎক্ষনিক বিষয়টি প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহবান জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com