সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

লাখাইয়ে ৬৬ বস্তা সরকারি চালসহ পাচারকারী আটক

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা : লাখাইয়ে ৬৬ বস্তা সরকারি চালসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় চাল বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে লাখাই থানা পুলিশ চালগুলো জব্দ করে। এ সময় ডিলার রুমান মিয়া পালিয়ে যায়।

জানা যায়, সরকারি ভিজিএফ-এর ডিলার ছিলেন উপজেলা মুড়িয়াউক গ্রামের সাজু মিয়ার ছেলে রুমান মিয়া (৪০)। কিন্তু তিনি চালগুলো বিতরণ না করে পাচার করার প্রস্তুতি নেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে রুমান মিয়ার দোকানে অভিযান চালায় লাখাই থানা পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান ভর্তি ৬৪ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় পিকআপ ভ্যান চালক আলাউদ্দিনকে আটক করে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছা: কাহিনা আক্তার, ভূমি কমিশনার মো. শাহিদুর রহমান ও লাখাই থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন। পরে ডিলার রুমান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আর ২ বস্তা চাল জব্দ করা হয়।

এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান, চালগুলো জব্দ করে মুড়িয়াইক ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com