রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

শ্রেষ্ঠত্বের সনদ গ্রহন করলেন ইউএনও মো. জসীম উদ্দিন

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. জসীম উদ্দিন

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে প্রাথমিক শিক্ষায় অবদান রাখায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মো. জসীম উদ্দিন সনদপত্র গ্রহন করেছেন।

বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগীয় অফিস কর্তৃক প্রেরিত বাহুবল উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সনদপত্র গ্রহন করেন।

জানা জায়, হবিগঞ্জ জেলার  বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ উদযাপন উপলক্ষে প্রাথমিক শিক্ষায় অবদান রাখায় হবিগঞ্জ জেলায় শ্রেষ্ঠ হয়ে সিলেট বিভাগীয় পর্যায়ে গত ১৬ অক্টোবর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৪ জেলার ৪ জন উপজেলা নির্বাহী অফিসারের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগীতায় শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রাখার জন্য  সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. জসীম উদ্দিন বাছাই কমিটির নির্বাচনের মাধ্যমে ‘জাতীয় শিক্ষা পদক’ অর্জন করেন।

সনদপত্র গ্রহনের পর বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে অভূতপূর্ব উন্নতি সাধনে সক্ষম হয়েছে। শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন করে নতুন প্রজন্মকে আধুনিক মানসম্মত যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাহুবলকে এগিয়ে নিতে শিক্ষার হার বৃদ্ধি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ, শতভাগ শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করণ, বয়স্ক শিক্ষা অনানুষ্ঠানিক চালুকরণ, কর্মপরিকল্পনাসহ নানা উদ্যোগ নিয়েছি। এতে করে উপজেলার শিক্ষাক্ষেত্র শতভাগ এগিয়ে নেয়া যাবে। শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষার প্রতিটি ধাপ বাস্তবায়ন করতে সকলের সহযোগীতা কামনা করছি। ইতিপূর্বে সকলের সহযোগীতায় অভূতপূর্ব সফলতা সমগ্র সিলেট বিভাগীয় পর্যায়ে  প্রশংসিত হয়ে স্বীকৃতি ও মর্যাদা পেয়েছি। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com