রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

সাংসদ জানালেন ‘লকডাউন’, ডিসি ‘চেকপোস্ট’ বাড়ানো

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় হবিগঞ্জ জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে বলে জানালেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তবে জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলছেন ‘লকডাউন’ নয় বাড়ানো হয়েছে চেকপোস্ট।

কামরুল হাসান জানিয়েছেন, আনুষ্ঠানিক ভাবে লকডাউন ঘোষণা করা হয়নি তবে বাইরের কেউ আসা এবং ভেতর থেকে কেউ জেলার বাইরে যাওয়ার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন প্রশাসন। বাড়ানো হয়েছে চেকপোস্ট।

এ দিকে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপরে হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে করে সকলের সহযোগিতাও চান তিনি।

একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, যেহেতু হবিগঞ্জে এখনো কোন করোনা রোগী পাওয়া যায়নি তাই করোনা থেকে জেলাকে মুক্ত রাখতে জেলার বাইরে থেকে জেলার ভেতর প্রবেশ এবং জেলার ভেতর থেকে বাইরে কেউ যাওয়ার ব্যাপারে আজ থেকে সর্বশক্তি নিয়োগ করবে প্রশাসন।

এ সিদ্ধান্ত গ্রহণের সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর পরপর হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ঘোষণা দেন, এই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, আমরা যে পদক্ষেপ নিচ্ছি এবং মানুষকে সচেতন করতে হয়তো এমপি মহোদয় এই ঘোষণা দিয়েছেন। হবিগঞ্জে এখনো করোনার রোগী পাওয়া যায়নি তাই হবিগঞ্জকে মুক্ত রাখতে আমরা কঠোর হয়েছি। সকল প্রবেশ পথে চেকপোস্ট বাড়ানো হচ্ছে।

সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর জানান, হবিগঞ্জ থেকে করোনা সন্দেহ ১২১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে আগে ৩২ জনের রেজাল্ট আসছে তাদের নমুনা পরীক্ষায় মিলেনি করোনাভাইরাস।

লকডাউন ঘোষণা করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমপি মহোদয় কঠোর হতে বলেছেন হবিগঞ্জের স্বার্থে তাই চেকপোস্ট বাড়ানো হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com