বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

বিহারীপুর-খুঁজারগাঁও যুব কল্যাণ পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া দিন মজুর ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে “বিহারীপুর-খুঁজারগাঁও যুব কল্যাণ পরিষদ”।

সোমবার দুপুর ১২টার দিকে বিহারীপুর স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ৭০টি পরবারের মধ্যে চাল, আলু, ডাইল ও পেঁয়াজ বিতরণ করা হয়।

যুব কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া ও মোঃ ছালেক মিয়ার পরিচালনায়, সভাপতি মোঃ আজগর আলীর সভাপতিত্বে উক্ত বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন, ভাদেশ্বর ইউপি’র ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ তাজুল ইসলাম দুলাল, সাংবাদিক দিদার এলাহী সাজু, টিপু সুলতান জাহাঙ্গীর, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ হামিদ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ শফর আলী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আপ্তাব আলী, যুব কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক মোঃ হিরা মিয়া, সদস্য মোঃ আঃ হক, মোঃ ফরিদ মিয়া প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com