বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : করোনা ভাইরাসের এই মহামারী দুর্যোগে ঘরে বসে নেই লাকসাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা। অন্যান্য জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে দাঁড়াতে একজন মহিলা ভাইস চেয়ারম্যান ছুটে চলেছেন বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায়।
এক সময়ের লাকসাম দৌলতগঞ্জ বাজারের স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত স্বপন সাহার জ্যেষ্ঠ কন্যা পড়শী সাহা উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক নির্বাচিত হয়েছেন। পারিবারিক ভাবে সম্ভ্রান্ত পরিবারে জন্ম হওয়া পড়শী সাহা গেল উপজেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় মহিলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
সরকারি, বেসরকারি জাতীয় ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ ব্যাপক ভাবে লক্ষণীয়। দেশে চলমান সংক্রমিক দুর্যোগ নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) দুর্যোগে তাঁর নিজ এলাকা পশ্চিমগাঁও সাহা পাড়াসহ বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী এবং নগদ টাকা পৌঁছে দিচ্ছেন তিনি।
এছাড়াও বিভিন্ন উৎসবে তাঁর অংশগ্রহণ এবং অর্থনৈতিক সহযোগিতা করে বেশ প্রশংসা কুড়িয়েছেন মানুষের। পড়শী সাহা অন্যান্য জনপ্রতিনিধিদের মতো এই দুর্যোগে ছুটে বেড়াচ্ছেন মানুষের ঘরে ঘরে। তরফ নিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় পড়শী সাহা বলেন, করোনার এই মহা দুর্যোগে প্রত্যেক বিত্তশালী ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি তাঁর প্রতিবেশীর পাশে দাঁড়িয়ে ওই পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা তুলে দেন, তাহলে প্রকৃতপক্ষে ওই এলাকায় একজন ব্যক্তিও অনাহারে বা অর্ধাহারে থাকবেনা।
তিনি বলেন, অসহায় মানুষদের সহযোগিতা করা মানেই সৃষ্টিকর্তার অপার মহীমা। যত বেশি দান করা যায়, তত বেশি সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এই মহা দুর্যোগে সকল অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করার জন্য তিনি অর্থশালী বিত্তশালী এবং সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহবান জানান।