মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

লাকসামে কৃষকের সোনালী ফসল ঘরে তুলে দিল ভিক্টোরি

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ধান কাটা শ্রমিক সংকটে পড়ায় কুমিল্লার লাকসামে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে ভিক্টোরি অফ হিউমিনিটি অর্গানাইজেশন নামে একটি মানবিক সংগঠন।

২০ এপ্রিল (সোমবার) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামের এক কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে ভিক্টোরি অফ হিউমিনিট অর্গানাইজেশনের সদস্যরা।

মানবতার পাশে, কৃষকের পাশে, সোনার ফসলে ভরে উঠুক কৃষকের উঠান, কৃষকের প্রাণে বেজে উঠুক আনন্দের গান। এ শ্লোগানে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের ফসল ঘরে তোলার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। আত্মপ্রকাশের পর এই সংগঠন লাকসামে রক্তদান, স্বাস্থ্যসেবা প্রদান, অসহায় গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ, টেকনাফে রোহিঙ্গাদের সহায়তাসহ চলমান করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশেও বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এই সংগঠন। সংগঠনের প্রধান উপদেষ্টা পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, সুশৃঙ্খল এই সংগঠনের প্রত্যেক সদস্যই মানবতার সেবক হিসেবে সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এবং এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নানাহ ভাবে সহায়তা করে যাচ্ছে।

এছাড়াও সংগঠনটি বিভিন্ন জাতীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ব্যাপক প্রশংসিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com