শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

হবিগঞ্জে ডাক্তারসহ ১০ করোনা রোগী শনাক্ত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চিকিৎসক ও নার্সসহ ১০ করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে হবিগঞ্জ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টায় নতুন ১০ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও নার্সরা হাসপাতালের আইসোলেশনে এবং বাকিরা বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান তিনি।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান বলেন, আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। আক্রান্তদের সবাইকে আইসোলেশনের আওতায় নিয়ে আসাসহ তাদের পরিবার লকডাউন ঘোষণা করা হবে। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশে প্রত্যেক উপজেলা থেকে কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়। ওইসব নমুনা থেকেই দশ জনের পরীক্ষা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। ইতোপূর্বে পাঠানো নমুনা থেকে ৩৬ জনের রিপোর্ট এসেছে যার সবগুলোই নেগেটিভ।

হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আক্রান্তদের সবার পরিবারকে লকডাউন করা হবে।

এদিকে বাহুবলে শনাক্ত করোনা রোগী নারায়ণগঞ্জ ফেরত বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বস্থ্য কর্মকর্তা ডা: বাবুল কুমার দাশ। তিনি বলেন, শনাক্তকৃত রোগী একজন পুরুষ, তাকে নারায়ণগঞ্জ থেকে আসার পরই হোম কোয়ারেন্টিনে রেখে নমুনা সংগ্রহ করা হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com