শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে ধানকাটা শ্রমিকদের নিকট চাঁদা দাবির অভিযোগ উঠছে জসিম নামের এক মেম্বারের বিরুদ্ধে।
তবে মেম্বার জসিম বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। শ্রমিকদের অভিযোগ, জসিম মেম্বারের নেতৃত্বে কাসেম সুহেল, পলাশ, জুয়েল, রুবেল এই চাঁদা দাবি করেন।
জানা যায়, গত মঙ্গলবার গুইঙ্গাজুরি হাওরে ধান কাটতে যান উপজেলার উজিরপুর গ্রামের শাহাব উদ্দিন, নিজাম উদ্দিন, নাসির উদ্দিন নামের তিন শ্রমিক। তাদের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবী করেন জসিম।
চাঁদা না দেওয়ায় জসিম শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করেন এবং নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।