শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : সারা বিশ্বে গত চার মাস ধরে তাণ্ডব চালাচ্ছে প্রানঘাতী করোনাভাইরাস।চীণের শিল্প নগরী উহানকে এ মহামারীর উৎপত্তি বলা হলেও এর প্রকোপ এখন ইউরোপ – আমেরিকায়ই সবচেয়ে বেশি।
এখন পর্যন্ত, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ২৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৭৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩১ হাজার ৪৫৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮ লাখ ৬ হাজার ৮৯৪ জন। বর্তমানে বিশ্বে ১৮ লাখ ৩৪ হাজার ১৫৫ জন শনাক্ত রোগী রয়েছে। তাদের মধ্যে ১৭ লাখ ৭৫ হাজার ৬৩২ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৫৮ হাজার ৫২৩ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছে।
উল্লেখ্য, ভাইরাসটি চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত ৯ লাখ ২৫ হাজার ৩৮, মারা গেছে ৫২ হাজার ১৮৫ জন। এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত যুক্তরাষ্ট্রে। এছাড়া স্পেনে আক্রান্ত ২ লাখ ১৯ হাজার ৭৬৪, মারা গেছে ২২ হাজার ৫২৪ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৯২ হাজার ৯৯৪, মারা গেছে ২৫ হাজার ৯৬৯ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ৮২৮, মারা গেছে ২২ হাজার ২৪৫ জন।