শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মৌলভীবাজারে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশনে থাকা (৬১) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে আইসোলেশন কক্ষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের রামনগর মনিপুরিপাড়া থেকে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি হন তিনি।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ জানান, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে তার অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। অধিক সতর্কতার জন্য নিহতের বাড়ি লকডাউন করা হতে পারে।

এদিকে মৌলভীবাজারে নতুন করে আরও দু’জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত দু’জনই পুরুষ। একজনের বাড়ি শ্রীমঙ্গলে ও অপরজনের রাজনগরে। এর আগে পুলিশ সদস্যসহ দু’জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত পাঁচজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com