বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় একদিনে ১৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ১৭ জন। আত্রুান্তের মধ্যে রাণীনগর উপজেলায় ৫ জন, সাপাহারে ২জন, মহাদেবপুরে ২জন, পোরশা ১জন, মান্দা ২জন এবং আত্রাইয়ে ৩জন। বুধবার (২৯ এপ্রিল) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন- অর- রশিদ।
নওগাঁর সিভিল সার্জন ডা: আ. ম. আখতারুজ্জামান আলাল জানান, শনাক্তরা বেশীর ভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ব্যাক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও ২৩ এপ্রিল রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্সের শরীরে প্রথম করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর তার সংস্পর্শে আসা ৬০ জনের নমুনাসহ নওগাঁ থেকে ২২২টি নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে রাণীনগর উপজেলার আক্রান্ত ওই নার্সের স্বামী সন্তানসহ একই পরিবারের ৫ জনের করোনা পজিটিভ শনাক্তসহ ১৬ জনের করোনা শনাক্ত হয়।
তিনি আরও জানান, নওগাঁ থেকে এ পর্যন্ত মোট ৭৮৩ জনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে ৫১৫ জনের রিপোর্ট এসেছে যার মধ্য ১৭ জনের পজিটিভ আছে এবং বাকী ২৬৮ জনের রিপোর্ট এখনো অপেক্ষায় আছে।