শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিমের গাড়িতে হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোম্পানীগঞ্জের পাড়ুয়া বাজারের নওয়াগাঁও মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
তবে পুলিশের দাবি, বিএনপির দুই গ্রুপের বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবকার জানান, সন্ধ্যায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দুইটি গাড়ি নিয়ে পাড়ুয়া এলাকায় যাচ্ছিলেন বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিম। নওয়াগাঁও মসিজেদর সামনে তাঁর গাড়ি আসার পরই আওয়ামী লীগের সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইটা পাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। তবে সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম অক্ষত আছেন বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনার পর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি মিছিল করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপের বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
এই আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ ইমরান আহমদ বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী হামলা চালায়নি। তাদের অভ্যন্তরীন বিরোধের কারণে হামলা হতে পারে।