বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এরই মধ্যে ইশতেহারের তারিখ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। সোমবার (১৭ ডিসেম্বর) জাতীয় ঐক্যফ্রন্ট এবং মঙ্গলবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগ ও বিএনপির ইশতেহার প্রকাশ করা হবে।
জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ইশতেহার ঘোষণা করবেন। ঐক্যফ্রন্টের এই ইশতেহারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য ও পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার।
আওয়ামী লীগের ইশতেহার প্রকাশ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ’- মূল স্লোগান সামনে রেখে ক্ষমতাসীন দলের ইশতেহারে উন্নয়ন-সমৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় থাকছে।
বিএনপির ইশতেহার ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেল ৩টায় গুলশানের লেক শোর হোটেলে সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হবে।