শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

সব শিক্ষা প্রতিষ্ঠান ৩০ মে পর্যন্ত বন্ধ

ফাইল ছবি।

তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সরকারের নানা পদক্ষেপের অংশ হিসেবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী ৩০ মে (শনিবার) পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মাহবুবুর রহমান ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনার জন্য সাধারণ ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বাড়িছে সরকার। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। আর এখন রোজা চলছে। রোজা ও ঈদের জন্য আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ছুটির আদেশ জারি করা হবে।

কবে নাগাদ আদেশ জারি হবে জানতে চাইলে তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে মহাপরিচালককে বলা হয়েছে ছুটির আদেশ দ্রুত জারি করতে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেন, আজকে চেষ্টা করছি ছুটির আদেশ জারি করতে। না পারলে কাল করব।

প্রাথমিক শিক্ষার বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী ৬ জুন পর্যন্ত গ্রীষ্ম ও রোজার ছুটি চলছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল হোসেন বলেন, ‘সে বন্ধ এখনও আছে। সেই সাথে প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। সে অনুযায়ী প্রয়োজন হলে ছুটি বাড়বে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com