মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে এক উপজেলা নির্বাহী কর্মকর্তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও সোমবার (১১ মে) জেলায় আরও ৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে ৩ জনই সরকারি কর্মকর্তা। এ নিয়ে জেলায় করোনা রোগী সংখ্যা দাঁড়ালো ১০১ জনে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে আসা রিপোর্টে হবিগঞ্জের ৬টির করোনা পজেটিভ এসেছে।
তিনি জানান, নতুন করে শনাক্ত হওয়াদের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, বাহুবল উপজেলার ১ জন ও বানিয়াচং উপজেলার ২ জন রয়েছেন। শনাক্ত হওয়াদের মধ্যে ৩ জনই সরকারি কর্মকর্তা-কর্মচারী।
এরআগে হবিগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের আরও ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনাভাইরাসে আক্রান্ত হন।