শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ব্যবস্থা নিন : আইজিপিকে সিইসি

তরফ নিউজ ডেস্ক: ভোটের আগে গত কয়েকদিনের সহিংসতার প্রেক্ষাপটে পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রধানকে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

সোমবার বিকালে আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর পর গত ১০ ডিসেম্বর থেকে এই পর্যন্ত দুজন নিহত হয়েছেন, এছাড়া বিভিন্ন স্থানে সংঘর্ষ প্রায় প্রতিদিনই হচ্ছে।

এর মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি সোমবার ইসিতে নানা অভিযোগ জানিয়ে যাওয়ার পর পুলিশ প্রধানকে ডেকে আনেন সিইসি।

আইজিপির সঙ্গে ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া ও রিটার্নিং কর্মকর্তাও ছিলেন। তাদের কাছে সার্বিক পরিস্থিতি জানতে চান সিইসি।

ইসি সচিব বলেন, “সিইসি বলেছেন, বিভিন্ন এলাকায় আনরেস্ট দেখা যাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিক থাকে, শান্তিপূর্ণ থাকে, সেজন্য নির্দেশনা দিয়েছেন সিইসি। প্রার্থীরা যেন প্রচার চালাতে পারেন, এমন ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঐক্যফ্রন্ট নেতা কামাল হোসেনের গাড়িবহরে হামলার বিষয়ে প্রতিবেদন দিতেও পুলিশ প্রধানের কাছে চিঠি দেওয়া হয়েছে।

হেলালুদ্দীন বলেন, “আমরা আইজিপিকে ইতোমধ্যে চিঠি দিয়েছি; তিন দিনের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্যে বলেছি।”

ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠকের পর আইজিপিকে নির্বাচন ভবনে দেখা গেলেও ইসি সচিব বলেছেন, জাবেদ পাটোয়ারীর সঙ্গে সিইসির এই বৈঠক পূর্ব নির্ধারিত।

পুলিশের বিরুদ্ধে ইসিতে অবিরত অভিযোগ করে যাচ্ছে বিএনপি।

সিইসির কাছে সোমবার লেখা চিঠিতে বিএনপি মহাসচিব বলেছেন, “পুলিশি আচরণ, বিনা কারণে গ্রেপ্তার, হয়রানি ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র পুনরায় উল্লেখ করা হল। জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।”

আট পৃষ্ঠার চিঠিতে ঢাকা মহানগর, চাঁদপুর, কুমিল্লা, জামালপুর, ঝিনাইদহ, ভোলা, চট্টগ্রাম, শেরপুর, ফরিদপুর, নেত্রকোণা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, রাজশাহী, যশোর, বাগেরহাট, পটুয়াখালী, ঝিনাইদহ, নরসিংদী, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, মেহেরপুর, রংপুর, পাবনা, কিশোরগঞ্জ, সাতক্ষীরা, ফেনী, সিরাজগঞ্জ ও হবিগঞ্জ জেলায় পুলিশি হয়রানির চিত্র তুলে ধরা হয়েছে।

তথ্যসূত্র: বিডিনিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com