বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে সন্যাসীপাড়ার ত্রাস অরুণ চক্রবর্তী গ্রেফতার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রামের সন্যাসী পাড়ার ত্রাস বহু অপকর্মের হোতা অরুণ চক্রবর্তী (৫৫) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে জেলার চুনারুঘাট উপজেলার সুন্দরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। অরুণ চক্রবর্তী উপজেলার চিচিরকোট গ্রামের যোগেন্দ্র চক্রবর্তীর ছেলে।

জানা যায়, উপজেলার ভাদেশ্ব ইউনিয়নের চিচিরকোট গ্রামে হিন্দু ধর্মাবলম্বী সন্যাসী সম্প্রদায়ের  অন্তত ৮০ টি পরিবারের বসবাস। তাদের আছে নিজস্ব সামাজিক প্রথা ও ধর্মীয় রীতিনীতি। সেই হিসাবে তাদের পূর্ব পুরুষদের প্রণীত রীতি অনুযায়ী সন্যাষী সম্প্রদায়ের গরীব অসহায় লোকজনের আর্থিক নিরাপত্তাতার স্বার্থে পঞ্চায়েত প্রধানদের অধীনে গড়ে তোলা হয় একটি ফাম্ড। আর এই পঞ্চায়েত কমিটির অন্যতম সদস্য অরুণ চক্রবর্তী। পঞ্চায়েতের সদস্য থাকার সুবাধে গ্রামের ফান্ডের টাকা আত্মসাৎ সহ অসহায় নিরীহ লোকদের সাথে বিভিন্নভাবে প্রভাব কাটিয়ে চড়া মূল্যে সুদের কারবার করে অনেককেই সর্বশান্ত করেছে, অনেককেই করেছে এলাকা ছাড়া। ভাইয়ে ভাইয়ের মাঝে বিরোধ সৃষ্টি করে নিজে ফায়দা লুটেছে। মোটা অংকের টাকার বিনিময়ে এলাকায় জুয়ার বোর্ড বসাত। এ ছাড়া আরও অনেক অপরাধমূলক কর্মকান্ড করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে।

ঘটনার দিন ২৭ মার্চ ২০২০। একই এলাকার মুকন্দ চক্রবর্তীর ছেলে বিশ্বজিৎ চক্রবর্তীকে বিভিন্ন অপরাধমূলক কাজে সহযোগিতা ও সম্মতি না থাকার কারণে ঘরের ভিতর একা পেয়ে অরুণ চক্রবর্তী তার নিজস্ব বাহিনীকে সাথে নিয়ে হামলা করে। হামলায় গুরুতর আহত হয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে বেশ কিছুদিন চিকিৎসা নেন বিম্বজিৎ চক্রবর্তী । পরে ২ এপ্রিল বিম্বজিৎ চক্রবর্তী নিজে বাদী হয়ে অরুণ চক্রবর্তীকে প্রধান আসামী করে তিন জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। থানার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান  মামলাটি তদন্তের জন্য দায়িত্ব দেন কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম হোসেনকে। মামলা দায়ের পর বাদী বিশ্বজিৎ চক্রবর্তীকে আসামী অরুণ চক্রবর্তী পুলিশকে টাকা দিয়ে কিনে নিয়েছে বলে পাড়ায় গুড়ে বেড়ায় এবং মামলা করার স্বাধ মিটিয়ে দেবে বলে হুমকি প্রদান করতে থাকে।  তদন্ত কর্মকর্তা সেলিম হোসেন দীর্ঘদিন ধরে আসামীদের গ্রেফতার করতে না পারায় গতকাল সোমবার (১১ মার্চ) ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় সুন্দরপুর বাজার থেকে সন্ত্রাসী অরুণ চক্রবর্তীকে গ্রেফতার করে।

সন্ত্রাসী অরুণ চক্রবর্তীর গ্রেফতারের খবর ছড়িযে পড়লে স্বস্থির নিঃশ্বাস ফেলে খুশির বন্যা বইছে সন্যাসীপাড়ায়।

বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জনগণের সাথে পুলিশের সুসম্পর্ক থাকবে, কিন্তু কোন অপরাধীর সাথে নয়, সে যতবড় শক্তিশালীই হোক। গ্রেফতারকৃত অরুণ চক্রবর্তীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com