বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা দলে সুযোগ পেয়েছে এস এস ফুটবল একাডেমীর ৫ খেলোয়াড় ঢাবি থেকে হবিগঞ্জের শিক্ষার্থীর লাশ উদ্ধার আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছে হবিগঞ্জের নাহিদ বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’ এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় মামলা, দুই আসামি কারাগারে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন

উচ্চস্বরে গান বাজানোর জেরে বিয়ে বাড়িতে হামলা, নারী-পুরুষসহ আহত ১৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলার ঘোষপাড়া গ্রামের কাঠমিস্ত্রি আব্দুল হামিদের মেয়ে শারমিন আক্তারের সাথে হবিগঞ্জ জেলা সদরের ঘোসাইপুর গ্রামের জহুর আলীর ছেলে ইমন এর বিয়ে শুক্রবার ইফতারের পর সম্পন্ন হওয়ার কথা। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ড বক্স দিয়ে উচ্চস্বরে গান বাজালে পার্শ্ববর্তী গ্রামের গাড়ি চালক আলী হোসেন এর ছেলে দিলু মিয়া (৩০)-এর নেতৃত্বে একদল স্থানীয় যুবক গান বাজনোতে আপত্তি জানান। আজ শুক্রবার দুপুরে ওই বিয়ে বাড়িতে পুনরায় গান বাজলে দিলু মিয়ার নেতৃত্বে ১৫-২০ সদস্যের একদল লোক হামলা চালায়। এতে বিয়ে বাড়িতে থাকা কনের আত্মীয়-স্বজন সহ অন্ততঃ ১৫ জন আহত হন। গুরুতর আহত মজনু মিয়া (৪০), জমিলা খাতুন (৭০), মিনারা খাতুন (৫০) ও হাবিবুর রহমান (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের হবিগঞ্জ আধুনকি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কনের পিতা আব্দুল হামিদ বলেন, আশপাশরে লোকজনকে বিয়ের দাওয়াত না দেওয়ার কারণে পরিকল্পিত ভাবে আমার বাড়িতে হামলা, মারধোর, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিয়ে বাড়ির পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com