শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় বাহুবলের ঘবীঁং কোচিং সেন্টার অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। গত মঙ্গলবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত পরীক্ষায় ঘবীঁং কোচিং সেন্টার থেকে মেধাক্রমে ৪র্থ, ৭ম, ৯ম ও ১৪তম স্থানসহ সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী সাফল্যের সহিত উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে। এমন সাফল্যে শিক্ষার্থী ও তাদের অভিভাবকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঘবীঁং কোচিং সেন্টারের পরিচালকসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মেধানুসারে উত্তীর্ণ শিক্ষার্থীরা হল- তারেক আহমেদ জামিল (৪র্থ), মরিয়ম সিদ্দিকি তান্নি (৭ম), সানজিদা জাহান সামিয়া (৯ম), শেফি সরকার (১৪তম), বুশরা আক্তার নিপু (২৭তম), মোয়াজ আল আনন্দ (৩২তম), তানজীম চৌধুরী (৩৬তম), সজিব আহমেদ (৩৯তম), ইফফান আরা তানজিম (৫০তম), শুভ পাল (৫১তম), রবিন আহমেদ (৫৬তম), রাহিদুল ইসলাম শাকিব (৭৭তম), নজমুল হেসেন লিমন (৮৩তম), সানিয়া আলম নওশিন (৯৭তম), অন্না রাণী পাল (১১৩তম), রিমন সরকার (১১৪তম), বর্ষা রাণী শীল (১৩১তম), আমিনুল ইসলাম (১৪১তম), হৃদয় মিয়া (১৪৫তম), মোতাহের আহমেদ তারেক (১৫৪তম), ফারজেনা আক্তার (১৬৭তম), তানভীর (১৬৮তম), সুমেন মিয়া (১৭০তম), তাহমিদ মিয়া (১৯০তম), লাইজু আক্তার (১৯১তম), আশিষ পাল (২০৩তম), রিমন মিয়া (২০৫তম), তানভীর আহমেদ শাওন (২১৯তম), নাঈমা আক্তার (২৩৮তম), রায়হান আহমেদ (২৩৯তম)।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ডিএনআই’র ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৫৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৪০ জন উত্তীর্ণ হয়েছে।