রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: করোনা উপসর্গ নিয়ে ভর্তি মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আইসোলশনে থাকা খালিশ মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে হাসপাতালের করোনা ইউনিটে জ্বর, কাশি ও স্বাশকষ্ট নিয়ে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শেষ রাতে তিনি মারা যান। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের উত্তর লামুয়া গ্রামে। নমুনা সংগ্রহের পর সকাল সাড়ে ১১টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়ছল জামান।
জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ১২৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন।