বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: এতিম শিক্ষার্থী ,মানসিক ভারসাম্যহীন ও সুবিধাবঞ্চিত পরিবারের দেড় শতাধিক মানুষের হাতে উন্নত মানের খাবার তুলে দিয়েছে যুগান্তর স্বজন সমাবেশ। যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখা স্বজনদের অর্থায়নে এ খাবার বিতরন করা হয়।
উপজেলার সীমান্তজনপদ লাউরগড়ে হযরত শাহ আরেফিন (রহ.) আস্থানায় মঙ্গলবার বাদ জোহর স্বজনদের হাতে রান্না করা উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংকটকালীন সময়ে মোকাম বা মাজার এলাকায় মাদ্রাসায় পড়–য়া এথিম শিক্ষার্থী, মানসিক ভারসাম্যহীন, ফকির, ছিন্নমুলপথশিশু, এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মানুষজনের হাতে খাবার প্যাকেট তুলে দেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রেসক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদসহ স্বজন সমাবেশের সদস্যরা।
খাবার বিতরণকালে উপজেলার হযরত শাহ আরেফিন (রহ.) আস্থানা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ (অব. শিক্ষক) হাজি নুরুল আমিন, ওয়ার্ড আওয়ামীলীগ সাবেক সভাপতি লাউড়েরগড় এলাকার বিশিষ্ট মুরুব্বী মো. মুসলিম উদ্দিন,লাউড়গড় সমাজ কল্যাণ যুবক সভাপতি সিরাজুল আলম, সাধারন সম্পাদক রুপাজ মিয়া, ব্যবসায়ী খাইরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান আলীম উদ্দিন, লিবিয়া প্রবাসী জিয়াউল রোমান, স্বজন শিহাব সরোয়ার শিপু, আরিফুল ইসলাম আরিফসহ স্বজন সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।