মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রেলের টিকিট কালোবাজারি রোধে শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযান, ৪ যাত্রীকে জরিমানা বাহুবলে চোরাই গরু ও গাড়িসহ এক ব্যক্তি আটক  ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার উপকমিটিতে দায়িত্ব পেলেন বাহুবলের সন্তান মিনজাব ছাহাম বাহুবলে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার মাধবপুরে জেলা জামায়াতের গাড়ীবহরে হামলা বাহুবলে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন বাহুবলে ‘ওয়াশব্লক’ প্রকল্পের কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার, শিক্ষক-শিক্ষার্থীদের দূর্ভোগ বাহুবলে গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চুনারুঘাটে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু অলিপুর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার

স্বপ্নের ইউরোপে যাওয়া হল না শামায়ুনের

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ): স্বপ্নের দেশ ইউরোপে যাওয়া হল না বানিয়াচং সরকারী জনাব আলী কলেজ ছাত্র শামায়ুনের। তুরস্কের সীমান্তে বরফের পাহাড়ে আটকা পড়ে করুণ মৃত্যু হয়েছে তার।

নিহত শামায়ুন বানিয়াচং সদর ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের গরীব হুসেন মহল্লার মোঃ মতলিব উল্বার ছেলে। শামায়ুন  জনাব আলী সরকারী কলেজের বিএ ৩য় বর্ষের ছাত্র ছিল।

পারিবারিক সুত্রে জানা যায়, শামায়ুন প্রায় আড়াই মাস পূর্বে ইরানে যায়। সেখানে দীর্ঘদিন অবস্থান করার পর সেখানকার দালালের মাধ্যমে স্বপ্নের দেশ ইউরোপের গ্রীস যাওয়ার জন্য পাড়ি জমায় শামায়ুন।

এ সময় তার সাথে আরো প্রায় ২৫/৩০জন ছিল। এক পর্যায়ে গত সোমবার তুরস্কের সীমান্তে পৌঁছার পর সাগরপাড়ে বরফ ধ্বসে প্রাণ হারায় শামায়ুন। সেখানকার তার সহপাঠিরা পরিবারে এ খবর পৌছালে শামায়ুনের মা-বাবা, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবসহ পরিচিতজনরা বাকরূদ্ধ হয়ে পড়েছেন।

শামায়ুনের এই অকস্মাৎ মৃত্যুর খবর শুনে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আশেপাশের অনেক মানুষ তার পরিবারকে সান্তনা দিতে ছুটে আসে তার বাড়িতে। পরিবারের সদস্যদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে। কয়েজকন এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানায়, শামায়ুন খুবই নম্র,ভদ্র ও ভাল ছেলে হিসেবে এলাকায় পরিচিতি ছিল।

উল্লেখ্য, ইতিপূর্বে শামায়ুন আরো একবার তুরস্ক সীমান্ত  ইউরোপের পথ থেকে যেতে না পেরে ফেরত আসে। নিহত শামায়ুনের অন্য এক ভাই বর্তমানে ইউরোপের দেশ  ফ্রান্সে অবস্থান করছেন। নিহত শামায়ুনের মৃতদেহ দেশে আনা হবে কিনা পরিবার এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com