সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

কাল আসছেন প্রধানমন্ত্রী, বরণে প্রস্তুত সিলেট

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সিলেটের শহর-গ্রামে নৌকার জোয়ার উঠেছে।

আগামীকাল শনিবার (২২ ডিসেম্বর) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভা সফল করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সিলেট নগর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন  সিলেট-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী  ড. এ কে আব্দুল মোমেন।

এসময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনায় থাকে, তখন পুরো দেশে শান্তি বিরাজ করে। কোথাও হানাহানি, বোমাবাজি, জঙ্গিবাদ, সন্ত্রাস থাকে না। দেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়। তাই নৌকার পক্ষে সিলেটবাসী ঐক্যবদ্ধ, আগামী নির্বাচনে পুণ্যভূমির মানুষ সিলেটের প্রতিটি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করবে।

এদিন ড. মোমেন নগরের পাঠানটুলা, লাভলী রোড সংলগ্ন এলাকা, সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের ঘোপাল পয়েন্ট এলাকায় গণসংযোগ করেন। এরপর স্থানীয় আনোয়ার একাডেমি মাঠে জনসভা করেন। এছাড়া সাদিপুর নলকট এলাকায় গণসংযোগকালে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, নির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জগদীশ দাস, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, সিলেট জেলা পরিষদ সদস্য মো. শাহনুর, সিলেট সিটির ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তপন মিত্র প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com