সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

চুনারুঘাটে বিপুল পরিমান চা পাতা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরী অভিযান চালিয়ে চুনারুঘাটের গনকিরপাড় গ্রামের দুটি বাড়ি থেকে চা পাতা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

রোববার (২৮ জুন) দুপুরে ৫৫ বিজিবি’র সিও নিজে উপস্থিত থেকে গুইবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার বুরহান উদ্দিনকে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি’র সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার ১নং গাজিপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামের কাসেম ও ইউসুফ এর ঘরে বিপুল পরিমাণ চা পাতা আছে খবর পান। এর সূত্র ধরে তারা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চা পাতা উদ্ধার করেন।

তবে বাড়ির মালিক ইউসুফ ও কাসেম জানান- তারা শ্রীমঙ্গল থেকে চা পাতাগুলো নিলামে ক্রয় করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com