বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধিনস্থ সীমান্তবর্তী পত্নীতলা উপজেলার নজিপুর ও কাশিপুর এলাকার ৫শ জন খেটে খাওয়া, অসহায়, গরিব-দূঃখী এবং কর্মহীন পরিবারের মাঝে বুধবার বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক বিজিবি’র উপর আস্থা রেখে সারাদেশ ব্যাপী হতদরিদ্র জনগণের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণের দায়িত্ব দেয়া হয়। এরই আলোকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে ১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধিনস্থ সীমান্তবর্তী পত্নীতলা উপজেলার নজিপুর ও কাশিপুর এলাকার এসব খেটে খাওয়া, অসহায়, গরিব-দূঃখী এবং কর্মহীন পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৬কেজি চাল, ২কেজি আটা, আধা লিটার তেল, আধা কেজি লবন ও ১প্যাকেট বিস্কুট প্রদান করা হয়।