মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
মো. আমিনুর রহমান, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শনিবার ৪ (জুলাই ) সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান টি উদ্বোধন করেন মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, গণিত বিভাগের সিনিয়র প্রভাষক অজিত কুমার দেব, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আপ্তাব উদ্দিন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক অনুপম ভদ্র, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রতন চন্দ্র দেব, রসায়ন বিভাগের প্রভাষক কবির উদ্দিন, ক্রীড়া শিক্ষক এম শামসুদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষকবৃন্দগন উপস্থিত ছিলেন।