শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

চুনারুঘাটে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ব্যারিস্টার সুমন

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেধক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নির্দেশনায় হবিগঞ্জের চুনারুঘাটে ২০টি গাছের ছারা রোপন করে বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বনও পরিবেশ উপ-কমিটির সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

শনিবার (৪ জুলাই) দুপুরে বৃক্ষরোপণ শেষে ব্যারিস্টার সুমন জানান, প্রকৃতির সাথে আমরা মানুষেরা অনেক নির্যাতন করেছি। প্রকৃতি যেমন ক্ষমা করেনা আবার বেঈমানিও করেনা। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের গাছ লাগানো উচিত। করোনাকালে আমরা প্রায় সবাই ঘরে আছি। এ রকম সুযোগ আর নাও পেতে পারি। অবসর এই সময়ে আমরা অন্তত একটি করে গাছ লাগাতে পারি।

সুমন আরও জানান, প্রধানমন্ত্রীর আহ্বানে ও দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের নির্দেশনার তার নেতৃত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। পর্যায়ক্রমে সারা উপজেলায় এ কর্মসুচী শুরু হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com