মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

রাণীনগরে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর-লুটপাট, থানায় মামলা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে অনাধিকার প্রবেশ করে ভাংচুর, লুটপাট ও মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাটরাশইন বাজারে। এঘটনায় দোকান মালিক রতন সরদার বাদী হয়ে ছয় জনকে আসামী করে সোমবার রাতে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সিংগারপাড়া গ্রামের রতনের প্রতিবেশী বাছুর আলির দুই ছেলে রেজাউল সরদার (৪৪) ও হেলাল সরদার (৪২) পারিবারিক শত্রুতার জের ধরে রতন ও তার পরিবারের উপর প্রতিহিংসা পরায়ন হয়ে উঠে এবং খুটিনাটি বিষয় নিয়ে মাঝে মধ্যে রতনকে খুন জখমের হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় গত ৫ জুলাই বিকেলে রেজাউল ও হেলালের নেতৃত্বে কাটরাশাইন বাজারে অবস্থিত সার, তৈল ও কীটনাশকের দোকানে অনাধিকার প্রবেশ করে তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায় এবং মামলার বাদী রতন আলিকে এলোপাতারী মারপিটসহ দোকান ঘর ভাংচুর ও দোকনের মালামাল নষ্ট করে নগদ চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে এ ঘটনায় শিংগারপাড়া গ্রামের আবুলের ছেলে রতন সরদার বাদী হয়ে রেজাউল, হেলালসহ ছয়জনকে আসামী করে সোমবার রাতে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাদী রতন সরদার জানান পূর্ব শত্রুতার জের ধরে তারা আমার দোকানে হামলা করে ভাংচুর ও অর্থ লুটপাট করেছে। আমি আইনের মাধ্যমে এই সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তর মূলক শাস্তি দাবী করছি।

অভিযুক্ত রেজাউল ইসলাম জানান এই ঘটনার সঙ্গে আমি যুক্ত নেই। কে বা কারা মিথ্যে অভিযোগে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনাটি সাজিয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com