শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক রাসেল আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী পেটুয়া বাহিনী মা ছেলেকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। মা ছেলেকে গুরুত্বর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার পূর্ব জয়পুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহতরা হলেন- আব্দুল আউয়াল (৩৫), রুবেল ও তার মা সফিনা খাতুন (৫৫)। এছাড়া এ ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধার ছেলে ফয়সল ও রুবেল আহত হন।
এদিকে দ্বিতীয় দফায় সন্ধ্যার পর বাহুবল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি আসার পথে মিরপুর বাজারে রাসেলের পেটুয়া সন্ত্রাসীরা আবারো ফয়সল ও রুবেলের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে।
উল্লেখ্য, গত ২৯ জুন সোমবার বেলা ১টার দিকে সাবেক বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ফিরোজ আলী ও তার ছেলেক কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে আহত মুক্তিযোদ্ধা বাদী হয়ে রাসেল মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব জয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আকবর আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফিরোজ মিয়ার সাথে প্রতিবেশী মৃত জাফর আলীর পুত্র বাহুবল উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক রাসেল মিয়ার বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুর ১টার দিকে মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়ার পুত্র ফয়সল মিয়া তাদের পুরাতন বাড়িটি দেখতে যায়।
এ সময় রাসেল মিয়ার নেতৃত্বে তার ভাই ফারুক মিয়া ও আলকাছ মিয়া সুমনসহ ৫/৬ ব্যক্তি ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে ফয়সলের উপর হামলা চালায়। ফয়সল মিয়া হামলার শিকার হয়ে সুরচিৎকার শুরু করলে তার পিতা মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়াসহ লোকজন এগিয়ে যান। এ সময় হামলাকারীরা ঐ মুক্তিযোদ্ধাকেও পিটিয়ে আহত করে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন পিতা পুত্রকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া বাদী হয়ে রাসেল মিয়াকে প্রধান আসামী করে ৩ জনের বিরোদ্ধে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানের মোবাইলে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।