সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় উপজেলা ব্যাটারী চালিত চার্জার রিক্সা ও ভ্যান মালিক সমবায় সমিতি রেজি নং- ২০২০০১৭ থানা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় নজিপুর পুরাতন বাজার এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার প্রধান অতিথ হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যালয়ের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ফাতিমা জিন্নাহ্ ঝর্না, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা উপজেলা ব্যাটারী চালিত চার্জার রিক্সা ও ভ্যান মালিক সমবায় সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, সমিতির সাধারন সম্পাদক মোঃ মিঠু সহ অন্যান্য সূধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ প্রমূখ।