শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় বৃক্ষরাপণ-২০২০ এবং মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে ১ কোটি চারা বিতরণের কর্যক্রম গণভবনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, পৌরসভা ও ৯ টি ইউনিয়ন জুড়ে সারা উপজেলায় ২২ হাজার ৮২৫ টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়।
বৃহস্পিবার (১৬জুলাই) গণভবনে উদ্বোধন করেন প্রধানন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পরপরই মুজিববর্ষের আহ্বান “লাগাই গাছ বাড়াই বন” এই প্রতিপাদ্য সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এ কর্মসূচীর সুচনা করেন।
এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ও সুধীজন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, পৌরসভা ও ৯ টি ইউনিওনে যথাসময়ে নির্ধারিত বৃক্ষচারা রোপণ করা হবে।
তিনি জানান, এখানে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি, মহোদয়ের পক্ষ থেকে ২ হাজার ৫০০ টি চারাও রোপণ করা হবে।