শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজরের শ্রীমঙ্গলে এক লজ্জাবতী বানর উদ্বার করেছে বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পিবার (১৬জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে শহরের মৌলভীবাজার সড়কে ১টি লজ্জাবতী বানর ঘুরাঘুরি করতে দেখে লোকজন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রানী ফাউন্ডেশনের পরিচালক সজল দেব লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
সজল জানান, জঙ্গল থেকে দিকহারা হয়ে বানরটি লোকালয়ে চলে আসে। বানরটিকে চিকিৎসা সেবা দিয়ে দুই একদিনের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।