শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে নতুন করে আরো ৮ জন করোনায় আক্রান্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রমশ বেড়েই চলেছে করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের প্রাদুর্ভাব শহরে ও গ্রামের হাটবাজারে কোথাও মানা হচ্ছেনা সরকারি স্বাস্থ্যবিধি। সাধারণ জনতা স্বাস্থ্যবিধি না মেনে চলায় ব্যাপক হারে ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।

এদিকে সোমবার (২০জুলাই) শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ দিনে নতুন করে আরো ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে । শ্রীমঙ্গল উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানিয়েছেন, ৪ দিনে ৮ জনের পজিটিভ রিপোর্ট সহ এ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১০৯ জনে দাড়িঁয়েছে।

আজ আরো ২ জনকে সুস্থ ঘোষনা করা হয়। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৬৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২জন। এখন ৪০ জন রোগী শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com