শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

স্থগিতই হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক : অবশেষে গুঞ্জনই সত্যি হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ স্থগিতের ঘোষণা দিল আইসিসি।

করোনা ভাইরাসের কারণে ক্রীড়ার বৈশ্বিক আসরে একের পর এক ইভেন্ট থমকে যাওয়ার পর অবশেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপটিও স্থগিত হলো। এক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।

সোমবার (২০ জুলাই) এনিয়ে এক সভায় বসে এমন সিদ্ধান্ত নেয় আইবিসি (দ্য কর্মাশিয়াল সাবসিডারি অব দ্য আইসিসি), যেখানে পরবর্তী তিনটি আইসিসি পুরুষ ইভেন্টের উইন্ডোগুলিতে বর্ষপুঞ্জিতে স্বচ্ছতা আনতে ও কোভিড-১৯ দ্বারা সৃষ্ট বিরতি থেকে পুনরুদ্ধারের জন্য আগামী তিন বছরে খেলাধুলাকে সেরা সম্ভাব্য সময়ে আয়োজনের ব্যাপারে সম্মতি জানানো হয়েছে।

পরবর্তী তিনটি পুরুষ ইভেন্টের সময়:

# আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ অনুষ্ঠিত হবে ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে। ফাইনাল হবে ১৪ নভেম্বর।

# আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে। ফাইনাল হবে ১৩ নভেম্বর।

# আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠিত হবে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে। ফাইনাল হবে ১৬ নভেম্বর।

আইবিসি বোর্ড এই ব্যাপারে সম্মত হয়েছে যে, ধারাবাহিকভাবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। যাতে করে ২০২১ ও ২০২২ সালের বৈশ্বিক আসরগুলো সফলতার সঙ্গে অনুষ্ঠিত হতে পারে। এছাড়া ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি নারী বিশ্বকাপ কিভাবে পরিচালনা করা যায় সে ব্যাপারটিও মূল্যায়ন করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com