সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ৩২০ পিস ইয়াবাসহ মাদকের ডিলারকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে ও এস আই মো. ফরিদ মিয়া এএস আই নজরুল ইসলাম, আকরাম আলী ও সঙ্গীয় ফোর্সসহ সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৬টায় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ দেব বাড়ী রাস্তার বিপরীত পার্শ্বে কাছিম উল্লাহর মার্কেট ও বাসার ছাদ থেকে ২০ কেজি গাজা ও ৩২০ পিস ইয়াবা টেবলেটসহ মাদকের ডিলার স্বপন মিয়া (৩৮) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার মাধবপাশা এলাকার মৃত সিদ্দীক মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, গ্রেফতারকৃত আসামী স্বপন মিয়া দীর্ঘদিন ধরে সে মাদক, গাজা, ও ইয়াবা ব্যবসা করে আসছিলো। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের (পিপিএম বার) নির্দেশে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল -কমলগঞ্জ সার্কেল) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।