বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

বাহুবলে অবৈধ বালু উত্তোলনকারীকে এক লক্ষ টাকা জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে অবৈধ ডেজার মেশিনদ্বারা বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন মৌজাস্থ নিপু রাবার বাগানে।

জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিগ্ধা তালুকদার এর নেতৃত্বাধিন মোবাইল কোর্ট উপজেলার পুটিজুরী ইউনিয়নের নিপু রাবার বাগানে অভিযান চালায়। এ সময় বাগানের ভেতরে অবৈধ ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলনরত অবস্থায় উপজেলার আব্দানারায়ন গ্রামের কমর উদ্দিনের পুত্র রেজাউল করিম তালুকদার (২৫) কে আটক করেন ভ্রাম্যমান আদালত। পরে মোবাইল কোর্ট রেজাউল করিম তালুকদারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা আদায় করেন। এ সময় মোবাইল কোর্ট ডেজার মেশিন ও মেশিনের অন্যান্য যন্ত্রপাতি ধ্বংস করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধা তালুকদার সত্যতা স্বীকার করে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এ সময় দন্ডিত ব্যক্তি আর কখনও অবৈধ বালু ও মাটি উত্তোলন করবেন না বলে মুছলেকা প্রদান করেন। তিনি আরো বলেন, অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com