শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: সিলেটে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় এবার পাসের হার যথাক্রমে ৯৩ দশমিক ৬৮ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৩৭ শতাংশ।
সোমবার (২৪ ডিসেম্বর) গণভবনে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।
সারাদেশে এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ীতে পাস করেছে যথাক্রমে ৯৭ দশমিক ৫৯ শতাংশ এবং ৯৭ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে তিন লাখ ৬৮ হাজার ১৯৩ জন। আর ইবতেদায়ীতে ১২ হাজার ২৬৪ জন পূর্ণ জিপিএ-৫ পেয়েছে।
গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৫ দশমিক ১৮ শতাংশ ও ইবতেদায়ীতে ৯২ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন, আর ইবতেদায়ীতে ৫ হাজার ২৩ জন।
এবার পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় পাসের হারের বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণ জিপিএ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।