রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

বাহুবলে পিইসি পরীক্ষার ফলাফলে কিশলয়ের সাফল্য

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বাহুবল উপজেলা প্রশাসন পরিচালিত প্রতিষ্ঠান কিশলয় জুনিয়র হাই স্কুল থেকে ২১টি জিপিএ-৫সহ শতভাগ সাফল্য অর্জন করেছে। সোমবার (২৪ ডিসেম্বর) বেলা ২টায় উপজেলা শিক্ষা অফিস কর্তৃক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফলে কিশলয় জুনিয়র হাই স্কুল থেকে ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশসহ ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

উল্লেখ্য, ১৯৯৩ সনে প্রতিষ্ঠিত কিশলয় জুনিয়র হাই স্কুলের ইতিহাসে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে এবারই সর্বোচ্চ সাফল্য এসেছে।

এমন সাফল্যের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ও অধ্যক্ষ জামাল আহমেদসহ সকল শিক্ষক-শিক্ষিকার পক্ষ থেকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com