বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ঈদে নিরাপত্তা, স্বাস্থ্যসচেতনতা ও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারনের মাঝে স্বাস্থ্যসচেতনতা জাগিয়ে তোলার লক্ষে শহরে শ্রীমঙ্গল থানা পুলিশের সচেতনতামূলক র্যালী অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার ( ২৮ জুলাই ) দুপুরে স্থানীয় পুলিশের আয়োজনে এ র্যলীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এসময় চমুহনা চত্তরে পুলিশ স্বাস্থ্যবিধি মানতে পথচারিদের বিভিন্ন উপদেশ দেয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আব্দুছ ছালেক জানান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নিদর্শক্রমে অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানার নেতৃত্বে শ্রীমঙ্গল থানায় কর্মরত পুলিশের একটি টিম মোটরসাইকেল নিয়ে এ র্যালী বের করে।
শ্রীমঙ্গল থানা এলাকায় আইন-শৃঙ্খলা তদারকি ও জনসচেতনতামূলক প্রচারণার লক্ষে র্যালীটি বের করা হয়।