সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লাকসামে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থান এবং দৌলতগঞ্জ বাজারে কোভিড-১৯ সচেতনতায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের উপর জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
সপ্তাহব্যাপী এ কার্যক্রমে সড়কে যাতায়াত করা সকল পরিবহণ চালক, যাত্রী ও পথচারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে পরিবহণে উঠার বিশেষ তাগিদ দিয়ে অনুরোধ জানান স্বেচ্ছাসেবী ওই সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি, সহ- সভাপতি সাকিব মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শামীম আহমেদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, নারী-শিশু ও শিক্ষা বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ, পরিবেশ ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) মোহাসিন আলম, সদস্য রবিউল হোসেন রাকিব, রাফি মাহমুদ প্রমুখ।
সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী বলেন, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন মানুষের কল্যাণে মানুষের পাশে আছে সব সময়। করোনার দুর্যোগে কৃষকের ধান কাটা, ধান মাড়াই থেকে শুরু করে সবজি চারা, সবজি বীজ বিতরণ, বৃক্ষ রোপণ, রক্ত দান, অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ত্রাণ সহায়তাসহ মানবিক সকল কার্যক্রমের সঙ্গে এই সংগঠন জড়িত রয়েছে।