মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

নবীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্টান

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ): “স্বাধীনতা বিরোধী যুদ্ধপরাধীদের দিন শেষ, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবেই বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রায় দিন”এই শ্লোগানের মধ্য দিয়ে নবীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ বাজারের শেরপুর রোডে অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, নবীগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক বিন্দু সূত্রধরের সভাপতিত্বে ও  সিলেট   সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম  সাধারন সম্পাদক  মুহিতুর রহমান রনি’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দেওয়ান শাহনওয়াজ মিলাদ গাজী’র ভাই দেওয়ান আশফাক নাহেদ গাজী, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আবু ইউসুফ চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, হবিগঞ্জ জেলা বারের এপিপি এড. মুজিবুর রহমান কাজল, পৌর প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাক আহমেদ মিলু, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, ধ্রুব থিয়েটারের সহ-সভাপতি আরাফাত চৌধুরী আজাদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মৈত্রী সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক  উত্তম কুমার পাল হিমেল ।

বক্তব্য রাখেন  ধ্রুব থিয়েটারের সদস্য  হেলাল আহমদ ,তাওহীদ আহমদ রিয়ন প্রমূখ।

এতে সঙ্গীত পরিবেশন করেন বিটিভি ও সিলেট বেতারের নিয়মিত বাউল শিল্পী সূর্যলাল, ইকবাল সাঁই, বিন্দু সূত্রধর, সেলিম মোস্তাফিজ,শামস খেলা, ফজলুল হক, সোহাগ, ডি.জে শান্তা, জান্নাত মীম, শান্তা দাশ, বাউল বিলাল, জয় ও তন্বী দাশ প্রমূখ।

বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্টানে হাজারো দর্শকশ্রোতা হাত তুলে নবীগঞ্জ বাহুবল আসনের নৌকার প্রার্থী শাহনেওয়াজ মিলাদ গাজীর নৌকার প্রতি সমর্থন জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com