সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে করোনায় আরো একজনের মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী রফিকুর রশীদ চৌধুরী (৬৫) তিনি আওয়ামীলীগ নেতা আবু দাইয়ান (টুনু) চৌধুরীর বড় ভাই। শ্রীমঙ্গল শহরের হাজী এহসান করিম রোডের বাসিন্দা।

জানা যায়, করোনা আক্রান্ত হয়ে তিনি সিলেটের সামসুদ্দিন মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (৩ আগস্ট ) রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। শ্রীমঙ্গলে তার মৃতদেহ সংক্রমণবিধি মেনে স্থানীয় প্রশাসনের পরামর্শে দাফন করেছে সেচ্ছাসেবী সংগটন ইকরামুল মুসলিমীন।

শ্রীমঙ্গল স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে শ্রীমঙ্গল উপজেলায় মোট ৫ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আর আক্রান্ত হয়েছেন ১শ’১৫ জন। সুস্থ হয়েছেন ৭২ জন। চিকিৎসাধীন আছেন ৩৯ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com