রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: নিজে করোনা জয় করে আবারো জনগণের সেবায় নিয়জিত হয়েছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ এমপি ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে শ্রীমঙ্গলে মাস্কবিহীন ৫শ মানুষের মাঝে তিনি মাস্ক বিতরন করেন। তিনি মিশন রোডের নীজ বাসভবনে শ্রীমঙ্গলে ৫শ’ মাস্ক পথচারীদের মাঝে মাস্ক বিতরনের জন্য দলের নেতা কর্মীদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যন ভানু লাল রায়, উপজেলা আওয়লীগের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক মামুন আহমেদ, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সাবের হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন প্রমুখ।
এসব মাস্ক শহরে মাস্কবিহীনদের মাঝে বিলি করেন দলের নেতাকর্মীরা। এসময় তারা মানুষকে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতন হয়ে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করেন।