শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

ক্যান্সার আক্রান্ত জালালের পাশে আমেরিকা প্রবাসী এ কিউ জয়

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার পূর্ব পাকুড়িয়া গ্রামের ক্যান্সার আক্রান্ত জালাল সরকার। একদিকে অসুস্থ, অন্য দিকে অভাবের সংসার দিন কাটে তার। চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন।

সম্প্রতি জালালের ক্যান্সার ধরা পরে। এ বিষয় নিয়ে সংবাদমাধ্যমে তুলে ধরেন চুনারুঘাট প্রেসক্লাব সেক্রেটারি জামাল হোসেন লিটন। তিনি সংবাদে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এ বিষয় নজরে আসে আমেরিকা প্রবাসী ও চুনারুঘাটের কৃতি সন্তান আবদুল হামিদ ফাউন্ডেশনের পরিচালক এ কিউ জয় এর।

এ কিউ জয়ের পক্ষে বৃহস্পতিবার (৬ আগষ্ট) সন্ধ্যায় চুনারুঘাট প্রেসক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর আলম পূর্ব পাকুড়িয়া জালালের বাড়িতে তাকে দেখতে যান। এ সময় তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার টাকা চিকিৎসা বাবদ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল হোসনে লিটন, ধামালি চুনারুঘাট এর সভাপতি অ্যাডভোকেট মোস্তাক বাহার, সংবাদকর্মী শংকর শীল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com