বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে গীতিকার মামুন ফুটবল একাডেমির উদ্বোধন

মো. আমিনুর রহমান, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার গীতিকার মামুন ফুটবল একাডেমির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ৭ (জুলাই) বিকেলে মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক খেলোয়াড় এম শামসুদ্দিন, জয়নাল আবেদীন, আব্দুল হক, জাহাঙ্গীর, নাজির, শামীম, হোসাইন ও শফিক।

এ ছাড়া আরও একাডেমির অনেকই উপস্থিত ছিলেন।

একাডেমির সাধারণ সম্পাদক রাজু, সভাপতি কাশেম, সহ সভাপতি আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক পাভেল প্রমুখ।

ফুটবল একাডেমির পরিচালক মামুন বলেন, অনেকই বৃষ্টির মধ্যে উপস্থিত হতে পারেননি। তারপরও যারা উপস্থিত হয়েছেন একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

তিনি আরো বলেন, নিয়মিত যারা প্রাকটিস করতে চান একাডেমিতে নাম লিখাবেন আর আমরা লিষ্ট করে ভালো কোচকে নিয়োগ দিয়ে প্রাকটিস করাবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com