বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর

তাহিরপুরে ঢলের পানিতে ভেসে এসে লোকালয়ে ধরা পড়ল অজগর ছানা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : তাহিরপুর মেঘালয়ের  পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা অজগর সাপের বাচ্চা ধরা পড়ল। সুনামগঞ্জের তাহিরপুরের লোকালয়ের হাটে (বাজারে) বৃহস্পতিবার রাতে জেলার শিল্পনগরী ছাতকের হাদাটিলায় সাপের বাচ্চাটি অবমুক্ত করা হয়েছে বলে বনবিভাগের রেঞ্জ অফিস সুনামগঞ্জের দায়িত্বশীল সুত্র তথ্য নিশ্চিত করেন

উপজেলার মোদেরগাঁও গ্রামের বালু পাথর ব্যবসায়ী তোফায়েল আহমদ রয়েল জানান,উপজেলার জাদুকাটা নদীর পূর্ব তীরঘেষা বিন্নাকুলি বাজারে থাকা নিজ চা ষ্টলের মঝেতে পার্শ্ববর্তী রাজারগাঁও গ্রামের বাসিন্দা সুজন রায় বৃহস্পতিবার রাতে শয়নরত ছিলেনভোররাতে নিজ হাতের স্পর্শে বেশ শীতল বাতাস অনুভব করলে তিনি গ্যাস লাইটারের আলোতে দেখেন অজগর সাপ হাতের পার্শ্বেই বসা এরপর প্রাণ বাঁচাতে চিৎকার দিয়ে দোকানের দরজা ভেঙ্গে দ্রুত  তিনি বাহিরে বেড়িয়ে যান চিৎকার শুনে বাজার পার্শ্ববর্তী লামাশ্রম গ্রামের যুবক খাইরুল দ্রুত ছুঁটে এসে অজগর সাপের বাচ্চাটি চা ষ্টলের টিনের চালা বেয়ে সটকে পড়ছে দেখে সাহসিকতার সাথে তিনি নিজ হাতেই সাপের বাচ্চাটি ধরে বস্তাবন্দি করেন

খবর চাইর হলে খবর দুপুর অবধি বাজারের আশেপাশে থাকা গ্রামের লোকজন অজগর সাপের বাচ্চা দেখতে বাজার মাঠে জড়ো হন,অজগরের বাচ্চাটি প্রায় আড়াই ফুট লম্বা মাস চারেক বয়সী হবে বলে বনবিভাগ নিশ্চিত করেনধারণা করা হচ্ছে গত দুদিনের টানা বৃষ্টিপাতের কারনে ভারতের মেঘালয় পাহাড়ের বুক চিরে ধেয়ে আসা প্রবাহমান সীমান্তনদী জাদুকাটার ঢলের পানিতে বৃহস্পতিবার রাতে ভেসে আসে সাপের বাচ্চাটি এরপর ওই রাতের কোন এক সময় আশ্রয় বা খাদ্যের সন্ধানে অজগরের বাচ্চাটি বিন্নাকুলি বাজারে চা ষ্টলে ঢুঁকে পড়ে   খবর পেয়ে রেঞ্জ অফিস সুনামগঞ্জের তাহিরপুর ধলইরগাঁও বিট অফিসার বীরেন্দ্র কিশোর রায় সন্ধার দিকে অজগর সাপের বাচ্চাটিকে নিজ হেফাজতে নিয়ে রেঞ্জ অফিসে হস্তান্তর করেন।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com