শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

করোনা এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন আসুক বা না আসুক কোভিড-১৯ বাংলাদেশ থেকে এমনিতেই চলে যাবে।

শনিবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে শোক দিবসের আলোচনায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

রোগীদের হাসপাতাল বিমুখতার সম্পর্কে তিনি বলেন, ‘মানুষ এখন বাসায় বসেই চিকিৎসা পায় তাই তাদের হাসপাতালে আসতে হয় না, এ জন্য হাসপাতালে রোগী কম।’

তিনি বলেন, আমরা আনন্দিত দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুহার কমেছে।

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা সংক্রমণ বেড়ে চলছে। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে, রাজধানীর নয় শতাংশ মানুষ ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে শতকরা ৭৮ ভাগের কোনো উপসর্গ নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com