মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

আসামির খোঁজে রেজা’র বাসায় পুলিশ, মাইকিং করে গ্রামবাসীর অবস্থান

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) বিকাল পৌনে পাচঁটায় তার গ্রামের বাড়ি দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামে অভিযান চালানো হয়। এসময় দ্বিতল বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করে পুলিশ। পুলিশের দাবি এজাহারভুক্ত আসামির খোঁজে এ তল্লাশি চালানো হয়েছে। এসময় মসজিদের মাইকে প্রচার করে গ্রামবাসীকে জড়ো করে পুলিশের কাজে বাধা প্রদান করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল আহমদ সুমনের উপর গত ১৯ ডিসেম্বর স্থানীয় বান্দের বাজার এলাকায় রেজা কিবরিয়ার সমর্থকরা  হামলা করে । এ ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় কে বা কারা মসজিদের মাইকে মাইকিং করে এ খবর প্রচার করে গ্রামবাসীকে লাঠিসোটা নিয়ে আসার আহ্বান জানালে গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে জড়ো হন। পরে আসামি না পেয়ে পুলিশ চলে যায়।

এব্যাপারে ড. রেজা কিবরিয়ার একান্ত সহকারী সোহরাব হোসেন মাহদি ও শাহাবুদ্দিন শুভ জানান, তারা বাসায় অবস্থান করছিলেন, এসময় হঠাৎ একদল পুলিশ এসে বাসায় তল্লাশি চালায়। তিনি বলেন, পুলিশ আসামি ধরার নাম করে বিভিন্ন কক্ষে গিয়ে মালামাল তছনছ করতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসী মসজিদের মাইকে মাইকিং করলে পুলিশ চলে যায়।

এব্যাপারে নবীগঞ্জ থানার এসআই সামছুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তখন মসজিদের মাইকে অপপ্রচার করে গ্রামবাসীকে বিভ্রান্ত করে পুলিশের কাজে বাধা প্রদান করে। পরে আসামী না পেয়ে আমরা চলে আসি।

ড. রেজা কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি তল্লাশির বিষয়টি নিশ্চিত করেন বলেন, আমাকে হয়রানী করার জন্যই এই তল্লাশি করা হয়েছে। তবে এতে তিনি ভীত নন বলেও জানান।

20 - Femme

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com